ঐতিহ্যবাহী হাইদচকিয়া মৈত্রী সংঘের উদ্যোগে বর্ষবিদায় ১৪৩১ বাংলা এবং বর্ষবরণ ১৪৩২ বাংলা দুইদিন ব্যাপী অনুষ্ঠানের ১ম দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও ২য় দিন কবিতা আবৃত্তি প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন সংঘের সভাপতি বাবু বিটন বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার।
বক্তব্য প্রদান করেন, রুপক বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, সুমিত বড়ুয়া, সনজীব বড়ুয়া তিনু, লায়ন বরুণ কুমার আচার্য্য (বলাই), বিটন বড়ুয়া, রুপজয় বড়ুয়া, সৈকত বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুমিত বড়ুয়া এবং যুগ্ম সম্পাদক উদয়ন বড়ুয়া। সার্বিক সহযোগীতায় ছিলেন হিরু বড়ুয়া, রাহুল বড়ুয়া, সলিল বড়ুয়া, সৈজত বড়ুয়া, সবুজ বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, রিংকু বড়ুয়া, হৃদয় বড়ুয়া প্রমূখ। গ্রামের কচি-কাঁচা শিশুসহ সকলের উপস্থিতিতে জমকালো আয়োজনে সম্পন্ন হয় দুইদিন ব্যাপী অনুষ্ঠান।