
চট্টগ্রাম নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেছেন, ৩৬ জুলাই তথা আগস্ট বিপ্লবের পর অন্তবর্তীকালীন সরকার অনিয়ম, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করেছে। তেল সেক্টরকে দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি। বুধবার রাতে বিআইএ কনফারেন্স রুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম নগরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এ আহবান জানান। এ সময় আওয়ামী ফ্যাসিজমের সাড়ে ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও অঙ্গ প্রতিষ্ঠানে দুর্নীতি, শ্রমিক হয়রানি ও দলীয়ভাবে চরম বৈষম্য করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নগরের সহ-সভাপতি নজির হোসেন, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, জামায়াতে ইসলামীর ৪০ নম্বর ওয়ার্ডের আমির মুহাম্মদ ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপিসি সেক্টরের সভাপতি আবু নাঈম সুজন ,সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেনসহ বিপিসির নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। তাই তেল সেক্টরে শ্রমিকলীগ পরিচালিত ট্রেড ইউনিয়নগুলোর নিবন্ধন বাতিল করে সিবিএ ভেঙে দিয়ে দ্রুত নির্বাচন দিতে হবে। এছাড়া, নিয়োগ ও বদলিতে বৈষম্য দূর করার আহ্বান জানানোর পাশাপাশি অস্থায়ী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ীভাবে নিয়োগের দাবি জানান এস এম লুৎফর রহমান।


নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১২ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।এরআগে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পৌরশহরে চেকপোস্ট বসিয়ে তলাশি করার সময় ওই দুইজনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।







