চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামী হলেন, মো. আনিসুল ইসলাম রিকনকে (২৮)। আনিসুল ইসলাম রিকন কক্সবাজারের কুতুবদিয়ার সিকদার বাড়ির মো. ছাবেরের ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পতেঙ্গা থানাধীন বিজয়নগর এলাকা থেকে খুলশী থানার ধর্ষণ মামলার আসামি আনিসুলকে গ্রেফতার করা হয়। তাকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।