
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজ ঘরে শয়ন কক্ষের সড়ের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বিনা রাণী বসাক (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।নিহত গৃহবধূ পৌর শহরের বসাক পাড়ার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত অবিনাশ বসাকের ছেলে বর্গনাথের (ছোট) স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে যানাযায়, পৌর শহরের কলেজপাড়া মন্দিরে দিবাগত রাতে হরিবাসরে অবস্থান করে। এরপর বাড়িতে গেলে দুজনেই নিজের ঘরে শুয়ে পড়ে। বর্গনাথ ঘুম থেকে উঠে কাজ করতে চলে যান,পরে সকালের নাস্তা করতে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী ঘরের সড়ের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলাস ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এরপর থানা-পুলিশে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক জানান, ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিধীণ।