
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। আজ (২৫ মে) রবিবার বিকেলে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে`র সহযোগিতায়, এবং পূর্বধলা উপজেলা ভূমি অফিসে`র আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম, ওসি (তদন্ত) মিন্টু দে, উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা।
এসময় সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার বলেন, “ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোই এই মেলার মূল উদ্দেশ্য। মেলায় ডিজিটাল ভূমি সেবা, কর পরিশোধ, নামজারি, দখল সংক্রান্ত অভিযোগসহ বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।” ভূমি মেলাটি চলবে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত।