
আধ্যাত্মিকতার সুউচ্চ মকামে অধিষ্ঠিত মহান অলিয়ে কামেল কুতুবুল আকতাব শহর কুতুব হযরত শাহ সূফী আমানত খান (রহ:) অন্ধকারাচ্ছন্ন চট্টগ্রাম নগরীকে আলোকিত করতে হতাশাগ্রস্থ মানুষের সাহায্যে সর্বাস্থায় এ মহান অলির আল্লাহর দরবার শরীফ উম্মুক্ত। এ মহান অলিয়ে কামেলের বার্ষিক উরশ শরীফ প্রতি বৎসরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় গত ২৮ মে ২০২৫ইং, বুধবার লালদিঘীর পূর্ব পাড়স্থ শহর কুতুব হযরত শাহ্
আমানত খান (রহ:) দরবার শরীফে রাতব্যাপী কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আসকার, মিলাদ, কেয়াম মাহফিলে শাহ্জাদা আবুল ফছ্হি মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী (মা:জি:আ:) উপরোক্ত বক্তব্য প্রদান করেন। উক্ত উরশ শরীফে শরিয়তানুযায়ী ইসলামের উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মুনাজাত ও দোয়া কামনা করা হয়। এতে বাবাজান কেবলার আশেকীন, গাউছিয়া আজিজিয়া শাহী দরবার শরীফের ভক্ত মুরিদান সহ দেশী—বিদেশী, সরকারী—বেসরকারী উচ্চপদস্থ কর্মকর্তা, জিয়ারত কারীগণ উপস্থিত হয়ে
রূহানী ফয়েজ হাসিল করে ধন্য হয়ে থাকেন। উক্ত বার্ষিক উরশ শরীফে উপস্থিত ছিলেন হাটহাজারী ছিপাতলীস্থ গাউছিয়া আজিজিয়া শাহী দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন জা—নশীনে আল্লামা কাদেরী শাহ্, ফছ্হি—এ মিল্লাত, পীরে তরিকত্ব হযরতুলহাজ্ব আল্লামা শাহ্জাদা আবুল ফছ্হি মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী (মা:জি:আ:)।