নেত্রকোনার পূর্বধলায় তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনিন আখতার, আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্ব প্রিয় মজুমদার,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায় মো. হাবিবুর রহমান ফকির, উপজেলা বি এনপির যুগ্ন আহব্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম আনার, বিএনপি নেতা আব্দুল মান্নান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. জাহিদ আলম, সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মোবারক হোসেন ফকির, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা আমিনুল ইসলাম লিমন, সাংবাদিক হাবিবুর রহমান প্রমূখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তামাকমুক্ত দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।