চট্টগ্রামে এক চীনা নাগরিকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল সোয়া ৭টায় ইপিজেড থানাধীন সিইপিজেড অঞ্চলের প্রবেশপথ সংলগ্ন রাজু কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোনও উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরি ।
গ্রেফতার তিনজন হলেন, বরিশাল কোতোয়ালী থানার রুপাতলী এলাকার মোহাম্মদ হৃদয় (২৮), চাঁদপুর জেলার সদর থানার মইশাদী মজুমদার বাড়ির রাজু মজুমদার (৩২) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পশ্চিম পাতাকাটা গ্রামের মো. ফেরদৌস (২৯)।
তিনজনই ইপিজেড থানা এলাকায় বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, মামলা রুজুর পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ছিনতাইয়ে জড়িত তিনজনকে শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।