
লপাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার রুবেলের বাড়ির হইতে এস. আর. পাড়ার বজলুর বাড়ি পর্যন্ত ড্রেনেজ উন্নয়ন কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে।
গত সোমবার পৌরসভার আয়োজনে দুপুর ২টার দিকে ২৫ লক্ষ,৫৮হাজার,৯শ' ৪ টাকা ব্যয়ে ১শ' ৪৯মিটার ড্রেনের উন্নয়ন কাজের উদ্ধোধন করেন, ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী খোরশেদ আলমের পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম,ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ মোতালেব হোসেন,গণমাধ্যম কর্মী
মোঃ রেজাউল করিম রেজা,পৌর বিএনপি'র নেতা আব্দুল বারেক,পৌরযুবদল নেতা মোঃ জহুরুল ইসলাম,সনাতন ধর্মীয় নেতা সংগীত কুমার পাল সহ পৌরসভার প্রকৌশল শাখার কর্মকর্তা,পৌরসভার ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন কমিটির সদস্য ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।