গাজীপুরে কালিয়াকৈর উপজেলার নৈহাটি বাজার উল্টাপাড়া গ্রামের একপ্রতিভান রাজিব চন্দ্র সিকদার (২৭) জানা যায়,রাজিব সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও বিভিন্ন খেলাধূলা ও নাচগানের প্রতি রয়েছে প্রচন্ড রকমের আগ্রহ। যার কারণে বার বার হয়েছেন পুরষ্কারজয়ী। বিশেষ করে ক্রিকেট খেলায় লেগ স্পিনার হিসেবে মাঠ কাঁপিয়ে বেড়ান জেলা উপজেলার অনেক জায়গায়।
ফুটবলও খেলেন ভালো এবং কি অনেক স্টেজ প্রোগ্রামেও ডেন্স গ্রুপের সাথে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। তাই এই রাজিব চন্দ্র সিকদারের মতো সহজ সরল প্রতিভাবান খেলোয়াড়ের পাশে থেকে একটু সার্পোট পাওয়ার প্রত্যাশায় "আরএম বার্তা টিভির" পেজে আকুল আবেদন জানিয়েছেন এই নৈহাটি বাজার সংলগ্ন উল্টাপাড়া গ্রামের রাজিব।