নেত্রকোনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ছবি ভিডিও থেকে নেওয়া।নেত্রকোনা শহরে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ২০ জুন (শুক্রবার) ভোরে ছোট বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই ঝটিকা মিছিল বের হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। এতে ৮-১০ জনকে অংশ নিতে দেখা যায়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভাঙচুর হওয়া স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা মিছিল বের করেন।