হোসাইন আমার থেকে, আমি হোসাইন হতে- মহানবী (সা:)'র এই উক্তিকে প্রতিপাদ্য করে
মানব মুক্তির দিশারি রহমাতুল্লিল আলামীন রাসুলুল্লাহ'র (সা:) প্রাণাধিক সন্তান সাইয়্যেদেনা ঈমাম হোসাইন (আ:) এর শাহাদাৎ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মুহিব্বীনে আহলে বাইত ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর দৈনিক আজাদী মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ আলমগীর কবির এর সভাপতিত্বে এবং সাংবাদিক গোলাম মওলা মুরাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সম্মানিত অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহফুজ পারভেজ, আহলে বায়েত গবেষক ও আলোচক নূর মোহাম্মদ ভুঁইয়া, আহলে বায়েত গবেষক ও আলোচক শাহজাহান আলীসহ অন্যরা।