বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগর শাখার ৭৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত মঙ্গলবার তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান লায়ন রাসেল মির্জা যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারের চট্টগ্রাম মহানগর তরুণ দলের কমিটি সাজানো হয়েছে অতীতে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল থেকে নেতৃত্ব দিয়ে উঠে আসা ত্যাগী এবং নির্যাতিত নেতৃবৃন্দদের দিয়ে, যারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং রাষ্ট্রীয় কাঠামো ও জনগণের কল্যাণে মধ্য দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবে এমন শিক্ষিত যোগ্য ও নেতৃত্ব প্রধানকারী হচ্ছে বর্তমান চট্টগ্রাম মহানগর তরুণ দল।