
পাবনায় দেশের শীর্ষস্থানীয় পত্রিকা কালের কন্ঠ'র মাল্টিমিডিয়ার ১ম বর্ষপূর্তি পালন করা হয়েছে। পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে কবিতা আবৃত্তি, আলোচনা ও কেক কেটে মহা ধুমধামের সাথে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, দৈনিক স্পষ্টবাদী'র সম্পাদক ও প্রকাশক ইমুরুল হাসান ও ড্যাব পাবনা জেলার সাধারণ সম্পাদক ডাঃ আহমেদ মোস্তফা নোমান
মাল্টিমিডিয়ার পাবনা জেলা প্রতিনিধি রাজিব জোয়ার্দ্দার এর স্বাগত ও পত্রিকার জেলা প্রতিনিধি প্রবীর সাহা'র শুভেচ্ছা বক্তব্যে আরও বক্তব্য দেন মাই টিভির পাবনা জেলা প্রতিনিধি নাহিদ মিথুন।
বক্তারা দ্রুত, নির্ভরযোগ্য ও আধুনিক সংবাদ পরিবেশনার ক্ষেত্রে তরুণ প্রজন্মের তথ্য চাহিদাকে সম্মান জানিয়ে ভিডিও রিপোর্টিং, লাইভ সম্প্রচার, টক শো, শর্ট ডকুমেন্টারি এবং নানা ধরণের মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করার জন্য কালের কন্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি রাজিব জোয়ার্দ্দার'র ভুয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যের আগে সিএনএফ টিভি'র পক্ষ থেকে মাল্টিমিডিয়া পাবনা জেলা প্রতিনিধি রাজিব জোয়ার্দ্দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক রহমতুল্লাহ দোলন, আব্দুল কাইয়ুম তমাল, ফজলুল কবির, কৌশিক হোসেন, সোহাগ খান বাপ্পি ও এন টিভি ক্যামেরা পার্সন ইমরান নাজির।
অনলাইন চ্যানেল সিএনএফ টিভি'র চেয়ারম্যান খালেদ আহমেদ'র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একুশে টিভির পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, আর টিভির পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদ, বাসস'র পাবনা জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, জাসাস পাবনা জেলার আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, আনন্দ টিভি পাবনা প্রতিনিধি নবী নেওয়াজ, আমার সংবাদ জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক স্পষ্টবাদীর স্টাফ রিপোর্টার আলাউদ্দিন বিন কাশেম, কবি আলমগীর কবীর হৃদয়, এশিয়ান টিভির চাটমোহর প্রতিনিধি সজীব হোসেন, বাংলা নিউজ ২৪ পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক স্পষ্টবাদী'র স্টাফ রিপোর্টার হুমায়ূন কবির, সাংবাদিক শিপন হোসেন, দেশ টিভির পাবনা প্রতিনিধি শামছুল আলম, ঢাকা পোস্টের পাবনা প্রতিনিধি রাকিব হাসনাত, ফিনানশিয়াল পোস্ট'র জেলা প্রতিনিধি জেকে প্রিন্স, দৈনিক সরেজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি রিদয় হোসেন নিরব, দৈনিক স্পষ্টবাদী'র প্রধান ক্যামেরা পার্সন তুহিন আব্দুল্লাহ, দৈনিক সিনসা'র অফিস স্টাফ ফজলে রাব্বি, ডিবিসির ক্যাসেরাপার্সন মাসুদ রানা, সময় টিভির ক্যাসেরাপার্সন আসিফ মাহমুদ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব আকাশ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আনন্দ টিভি'র ক্যামেরা পার্সন জাকারিয়া শেখ তারপর কবিতা আবৃত্তি করেন দৈনিক স্পষ্টবাদী'র সহকারী সম্পাদক রবিউল রনি ও দৈনিক স্বাধীন মত'র পাবনা জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম তমাল।