
‘জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষ প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযাগিতা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টডিয়াম থেকে প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযাগিতার উদ্বাধন করন জেলা প্রশাসক মো.আব্দুস সামাদ। ‘স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ এই স্লোগানে মুখরিত হয় স্টডিয়াম চত্বর। প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযাগিতা চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টডিয়াম থেকে শুরু হয় শান্তি মোড়, সার্কিট হাউস রাড প্রদক্ষিন কর চাঁপাইনবাবগঞ্জ কালক্টরট চত্বর এস শষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলার শহীদ পরিবারের সদস্যরা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জলা প্রশাসক (সার্বিক) মাঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, জেলা প্রশাসনর বিভিনস্তরর কর্মকর্তাবৃন্দ, আহত যোদ্ধারা, বৈষম্য বিরাধী ছাত্র আদালনর নেতৃবৃন্দ সহ বিভিন প্রিট ও ইলক্ট্রনিক মিডিয়াকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।