বোয়ালখালীতে কধুরখীল এলাকার আলী সিফাত (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের কাজ করেছে বোয়ালখালী থানা পুলিশ। পৌরসভার কধুরখীল চৌধুরী হাট এস এম টাওয়ারের ছাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো কিছুই জানা যায়নি।
নিহত সিফাত পশ্চিম কধুরখীল জামতল নুরুচচফা মেম্বারের বাড়ির মরহুম আবু জাফর সওদাগরের ছেলে। এক বছর আগে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে বলে জানা যায়।বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান জানান, আমরা লাশ উদ্ধারে ব্যস্ত আছি। কাজ শেষ করে বিস্তারিত জানাবো।