

দূর প্রবাসে বাংলাদেশী ফলের স্বাদ গ্রহণ করতে আবির বিজনেস অ্যাসোসিয়েশন দুবাই কর্তৃক আয়োজন করা হয়-বাংলাদেশী ফল উৎসব ২০২৫-এর। অনুষ্টানে ফল উৎসবের পাশাপাশি ছিল সাংস্কৃতিক সন্ধ্যা ও বিভিন্ন প্রতিযোগিতা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ সরকারের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।ফল উৎসব কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক, আমিরাত বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক প্রকৌশলী আলহাজ্ব সালাউদ্দীন, আবুধাবি দূতাবাস উপ-প্রধান শাহনাজ রানু, জনতা ব্যাংক আমিরাতের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।
গতকাল জাঁকজমকপূর্ণ নান্দনিক ফল উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা ও বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দূতাবাস কর্মকর্তা, আবির ব্যবসায়ী বৃন্দ, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সরব উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।