
পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) উপলক্ষে আলোর দিশা ফাউন্ডেশনের “বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা প্রিয়নবী মুহাম্মদ (দ.)” শীর্ষক মোটিভেশনাল প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগস্থ রহমানিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি ফ্যাশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান লিটন, প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন্নেসা খানম এর সভাপতিত্বে, ফাউন্ডেশনের পিআরও মোহাম্মদ ফখরুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সি-ওয়েজ বন্ডেড ওয়্যারহাউজ লিমিটেড-এর চেয়ারম্যান লতিফা মোহাম্মদ, ধর্মীয় শিক্ষক মাওলানা নাছির উদ্দিন, মাওলানা আব্দুস সোবহান। এসময় প্রধান বক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন বলেন, “প্রিয়নবী (দ.) ছিলেন বিশ্বমানবতার শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবানাদর্শ তরুণসমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। পথহারা তরুণসমাজকে তাঁর আদর্শে অনুপ্রাণিত করতে পারলে কিশোর গ্যাং, হিরোজম, মাদকাসক্তির মত দুঃশ্চরিত্র থেকে তাদেরকে রক্ষা করা যাবে এবং তাদের মাধ্যমে কাঙ্খিত শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ লক্ষ্যে আলোর দিশা ফাউন্ডেশন স্কুল-কলেজ পর্যায়ে মোটিভেশনাল প্রোগ্রাম শুরু করেছে।
আলোচনা পরবর্তী কুইজ প্রতিযোগিতায় ৯ম ও ১০ম শ্রেণির প্রায় ১'শ শিক্ষার্থী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রক্তসেবা প্রধান জাকারিয়া আলম, এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবাপ্রধান আসিফ মাহমুদ, স্বেচ্ছাসেবক তাহমিম, আবির, সানজিদ, মাহাতির, রুনা, নিধি। অনুষ্ঠানের সভাপতি জনাব জেবুন্নেসা খানম উক্ত আয়োজনকে যুগোপযোগী বলে মন্তব্য করেন।