ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া সজিব পাম্প সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্থায় এক তরুণীকে উদ্ধার করেছে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে তাকে অচেতন করে কোন একটি গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে।ওই তরুণীর নাম নুসরাত জাহান সাদিয়া (২১)। সে ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়া গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে বলে জানা গেছে।