
রাঙামাটি শহরে দুই মোবাইল দোকান থেকে ৯০ টির মতো মোবাইল চুরি হয়েছে। জানা যায়, দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটিয়ছে চোরেরা। এ ঘটনায় দুই দোকানদারসহ ব্যবসায়ীরা আতংকে রয়েছেন। চরি যাওয়া মোবাইলের আনমানিক মূল্য ২৫-২৬ লাখ টাকা দাবি দোকানদাররা।
জেলা শহরের প্রাণকেন্দ্র বনরুপা বিএম শপিং কমপ্লেক্স-২ এর দ্বিতীয় তলায় অবস্থিত ফিক্সেল গ্যালারি ও নিউমিউ রাঙামাটি নামের দুই দোকানে চুরির ঘটনা ঘটে।