
চট্টগ্রামে নতুন আঙ্গিকে উদ্বোধন হলো উন্নত মানের জুতার দোকান ডাটা বাজার শোরুম। গতকাল বিকেল ৫টায় নগরীর পাচঁলাইশ থানাধীন আফমি প্লাজার ৩য় তলায় এ শোরুম উদ্বোধন করেন ডাটা বাজারের চেয়ারম্যান আহমেদ কবির।
শোরুমের পরিচালক হুমায়ন কবির রাসেল এর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর এক্স গ্রুপের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম, মোঃ ইলিয়াস, শোরুম প্রতিষ্ঠাতা মোঃ আবুল কাসেম ও ব্যবসায়ী মোঃ মারুফ হোসেন সহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
উদ্বোধন কালে শোরুম পরিচালক হুমায়ন কবির রাসেল বলেন, আমরা দীর্ঘ ১৫ বছর যাবত ডাটা বাজার শোরুমে মাধ্যমে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছি। একসময় ছোট পরিসরে ব্যবসা করলেও বর্তমানে বৃহৎ আকারে এ ব্যবসা করার উদ্দেগে আমাদের এ শোরুমে উদ্বোধন। ডাটা বাজারে রয়েছে দেশি বিদেশি জুতার সমাহার।
আমরা চায়না ইন্ডিয়া থেকে উৎপাদনের মাধ্যমে জুতা সংগ্রহ করে থাকি। যার ফলে ক্রেতাদের মন জয় করতে সক্ষম হয়েছি। আমি আশা করি আগামীতে আমরা ডাটা বাজার নিয়ে অনেক দূর এগিয়ে যাবো।