চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বটতল পাড়ায় নিজের শোবার ঘরে অগ্নিদগ্ধ হয়ে গীতা চৌধুরী (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন।
দরজা বন্ধ অবস্থায় ঘরে আগুনের দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা বিষয়টি নিহতের বড় মেয়ে ফাল্গুনী চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্যকে জানান। পরে একজন কাঠমিস্ত্রীর সহায়তায় দরজা খুলে দেখা যায়, দরজার সামনে গীতা চৌধুরীর অগ্নিদগ্ধ নিথর দেহ পড়ে আছে। ঘরের ভেতরে গ্যাস ও পুড়ার গন্ধ ছড়াচ্ছিল।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের তিন কন্যা সন্তান রয়েছে, সবাই বিবাহিত ও শ্বশুরবাড়িতে থাকেন। তার কোনো পুত্রসন্তান নেই।
পটিয়া থানার উপপরিদর্শক ইভা সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাঙানো মশারির ভেতরে ধূমপান অথবা রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।