প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৯:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় প্ল্যাকার্ডে চিন্ময়ের মুক্তি দাবি, আটক- ৬।

- চট্টগ্রাম মহানগরীতে জন্মাষ্টমীর শোভাযাত্রায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করায় ছয়জনকে আটক করেছে পুলিশ। নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম প্ল্যাকার্ডসহ ছয়জনকে আটকের কথা স্বীকার করলেও বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। শনিবার সকালে নগরীর আন্দরকিল্লা থেকে বের হওয়া শোভাযাত্রা থেকে প্ল্যাকার্ডসহ তাদের আটক করা হয়।
-
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, কোতোয়ালী থানায় ছয়জন আটক হয়েছে। এ বিষয়ে থানা থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।জানা গেছে, শোভযাত্রাটি নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি পাড় হয়ে নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেএম সেন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সভা-সমাবেশ করে আলোচনায় আসেন চিন্ময় কৃষ্ণ দাস। তিনি আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক সংগঠক।
- গত বছরের ৩০ অক্টোবর নগরীর কোতোয়ালী থানায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়।ওই মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে চিন্ময় কারাগারে আছেন।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.