

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আওয়ামী লীগ নেতার আমবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাত ৯. ৩০ মিনিটের দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী শিবরামপুর মৌজার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাদরুল ইসলামের আমবাগান থেকে মরাদেহটি উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে গোমস্তপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওদুদ আলম জানায়, স্থানীয় সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়ছে। মঙ্গলবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।