বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র প্রধান খলিফা, মাইজভাণ্ডারী দর্শনের মানসপুত্র মরমী সাধক কুতুবুল ইরশাদ হযরত শাহ্ সুফি সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ মাইজভাণ্ডারী (র.)’র ৩৬তম পবিত্র ওরশ শরীফ মহাসমারোহে ফটিকছড়িস্থ বক্তপুর ভাণ্ডার দরবার শরীফ সৈয়দ বাড়িতে আগামীকাল ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
কর্মসূচীর মধ্যে রয়েছে কোরআন খানি, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, আখেরী মুনাজাত ও নেয়াজ পরিবেশন। এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেন বক্তপুর ভাণ্ডার দরবার শরীফের সাজ্জানশীন আহলে গাউছুল আজম মাইজভাণ্ডারী হজরত সৈয়দ নুরুল আতাহার (ম.) মাইজভাণ্ডারী।