
চট্টগ্রামের বোয়ালখালীতে আগ্নেয়াস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে সেনাবাহিনী। একইসঙ্গে এক ইয়াবা কারবারিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাতে উপজেলার কধুরখীল ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটক ৩ জন হলেন মো. জাকির হোসেন (৭২), মো. আরমান হোসেন জিশান (২৮) ও জুবাইদ হোসেন রাব্বি (১৭)। এদের মধ্যে জাকির ও আরমান সম্পর্কে বাবা-ছেলে।
জানা গেছে, গোপন সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল কধুরখীল ইউনিয়নের অভিযান চালায়। এ সময় ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি দেশীয় পিস্তল, ৩টি দেশীয় অস্ত্র, ২টি হ্যান্ডস্টিক ও ৩টি মোবাইল জব্দ করা হয়। জব্দ করা মালামালসহ তিন আসামিকে বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।