চট্টগ্রাম মহানগরে এক বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চান্দগাঁও থানার মোহরা এলাকার এই অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ওই বাড়ির ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং একই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও তিন সদস্য। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মোহরার মোল্লার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম গীতা রানী ঘোষ (৭০)। আর আহতরা হলেন—তার ছেলে বিপ্লব ঘোষ (৪৯), ছেলের বউ কণা ঘোষ (৩৫) এবং নাতি শশী ঘোষ (১০)।
তথ্যটি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান বলেন, রাত ২টা ৪৭ মিনিটের দিকে খবর পেয়ে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোর ৪ টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো বলেন, এ সময় আগুনে দগ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করা হয় এবং আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।