
বাংলার বুকে দামামা বাজে
নব জুলাই জাগরণ।
জয় বাংলা ধ্বনি তুলে
ইসলামের আমরণ।
হিন্দু-মুসলিম ঐক্য গড়ি
আসুক যত বাধা যে,
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে
মনকে করি সাদা রে।
ধর্মের কন্ঠ আকাশে ভাসে
জাগরণী সেই গান!
কামার, কুমার, কৃষাণ, মাঝি
ধরে রাখি বঙ্গমান।
অশুভ ঐ দৈত্যগুলো
বাংলা থেকে তারাই যে,
বিপ্লবী সব তরুণ-তরুণী
দেয়াল হয়ে দাঁড়াই রে।
লাল সবুজের রঙিন পতাকা
লাব্বাইক বলে ধরি আজ,
নতুন দিনের শপথ নিয়ে
দেশর রক্ষায় করি কাজ।