

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত শতাধিক শিক্ষার্থী কাতরাচ্ছেন হাসপাতালে। এর মধ্যে প্রায় অর্ধশত শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় স্থানীয় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। ঘটনার পর আহত শিক্ষার্থীদের প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

এরপর সেখান থেকে গুরুতর আহত অনেককে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস, অ্যাম্বুলেন্সে করে আহতদের চমেক হাসপাতালে নিতে দেখা গেছে।চমেক হাসপাতালে আহত শিক্ষার্থীদের আনা হচ্ছিল আর জরুরি বিভাগের চিকিৎসকরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ক্যাজুয়ালিটিসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছিলেন। এদের কারও মাথায় জখম, কারও শরীর রক্তাক্ত, কেউ হাতে কিংবা শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়েছেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন জানিয়েছেন, বিকেল ৪টা পর্যন্ত ৫১ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিকেল সোয়া ৪টার দিকে আরও কয়েকজনকে আহত অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসার জন্য আনতে দেখা গেছে।
