চট্টগ্রাম মহানগরে কাঠমিস্ত্রিকে ছুরিকাঘাতে থুন করা হয়েছে। র বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত আবদুল্লাহ আল মনির প্রকাশ পিন্টু (৩৪) পেশায় কাঠমিস্ত্রি বলে জানা গেছে। তিনি বায়েজিদ বোস্তামী থানাধীন বার্মা কলোনিতে শ্বশুরের বাসায় পরিবার নিয়ে থাকতেন। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে পিন্টুকে খুন করা হতে পারে। শরীরে ৩-৪টি আঘাতের চিহ্ন রয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, রাতে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।