গাও গাও প্রাণ খুলে গাও
বাংলার গান গাও
যেতে হবে দূরে
সমুদ্রের ওপারে
পাল তুলে দাও ।
আকাশে জমেছে মেঘ
নেমেছে অন্ধকার
দিতে হবে পাড়ি
বিজয়ের গান গাও
পাল তুলে দাও ।
বিজয়ের পতাকা উড়িয়ে দাও
দৃপ্ত পদে এগিয়ে যাও
ভয় কর দূর
মুক্তির গান গাও
পাল তুলে দাও ।
আলোর মশাল জ্বালিয়ে দাও
বন্ধ দুয়ার খুলে দাও
যেতে হবে দূর
ঘুম ভাঙ্গার গান গাও
পাল তুলে দাও ।
সমুদ্রে এসেছে জোয়াড়
তীরে ভিড়েছে তরী
দিতে হবে পাড়ি
বাংলার গান গাও
পাল তুলে দাও ।
বাংলার আকাশ বাংলার বাতাস
স্বাধীন দেশ মুক্ত নিশ্বাস
লাল সবুজের ইতিহাস
সত্যের আলো জ্বালিয়ে দাও
পাল তুলে দাও ।