গাজীপুরের কালিয়াকৈরে দেশীয় অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্য সেলিম (৪০), রুবেল (২২), খোকন(৩৫) নামে ডাকাত দলের সদস্যদের আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে মৌচাক ফকির বাড়ির এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দলের সদস্যরা। রাত বারোটার দিকে ১০-১২ জন ডাকাত সদস্যরা মহাসড়কের পাশে ডাকাতের প্রস্তুতি নিচ্ছিল ট্রহর পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করে পরে তিনজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। এই সময় ডাকাত দলের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ব্যান উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান গ্রেফতার তিন জনকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ডাকাতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।