
কুতুবদিয়ায় ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ চার জন জেলে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার দিবাগত রাত ১০ টার দিকে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন সংলগ্ন সাগর এলাকায় ওই বোটসহ চার জেলেদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লে: শাকিব মেহবুব। তিনি জানান, অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ চারজন জেলেকে আটক করা হয়। জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।