:কুতুবদিয়ায় পুকুরে বস্তাবন্দি অবস্থায় অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাঝির পাড়ার বাসিন্দা মৃত আব্দুল মালেকের পুত্র আবু তালেক প্রকাশ সোনাইয়ার বাড়ীতে এ যৌথবাহিনী অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংবাদের ভিত্তিতে উপজেলার লেমশীখালী ইউনিয়নের মাঝির পাড়া এলাকায় নৌবাহিনীর লে. সিফাত হোসেনের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় ওই বাড়ীর দুটি পুকুরে তল্লাশি চালিয়ে একটি পুকুরে বস্তাবন্দি অবস্থায় ১টি নলা বন্ধুক, ৩ রাউন্ড তাজা গোলা, ১টি ক্রিচ, ১ টি রামদা, ১টি হাতুড়ি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। পরে, এসব অস্ত্রসমূহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকসহ সকল ধরনের দুষ্কৃতকারীদের প্রতিহত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।