পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দূর্গাউৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন পূজামন্ডপ সমূহের নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে এক প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৮সেপ্টম্বর) সকাল ১১ টায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব তাপস কুমার পাল এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, পবিস-১ এর ভাঙ্গুড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ সেকেন্দার আলী, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ মোছাঃ হালিমা খানম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফোরদৌস আলম,উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক বিপ্লব কুমার গুণ, সদস্য সচিব সুস্থির চন্দ্র সরকার,উপজেলা হিন্দ-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অবঃ অধ্যাপক ভবেশ চন্দ্র দে, উপজেলা পুজাউদযাপন কমিটির সাবেক সেক্রেটারী সংগীত কুমার পাল, ইউপি চেয়ারম্যানবৃন্দ, গোলাম ফারুক টুকুন,সুলতানা জাহান বকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মহির উদ্দিন, গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম দুলাল,উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মোঃ আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা,২১টি পূজা মনন্ডপ উদযাপন কমিটির নেতৃবৃন্দ,সাংবাদিক বৃন্দ স্ব-স্ব অবস্থান থেকে তাদের মতামত তুলে ধরেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছরে ভাঙ্গুড়া উপজেলায় পৌর এলাকা সহ ৬টি ইউনিয়নে বিভিন্ন স্থানে ২১টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।