চট্টগ্রামের বোয়ালখালী পোপাদিয়া আকুবদন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মুনতাকির কে বেধড়ক মারধর করছে অত্র স্কুলের দুই শিক্ষক।মুনতাকিরের বাবা জানান এভাবে আগে ও অনেক বার মারধর করছে মুনতাকির শারীরিক ভাবে অসুস্থতার কথা জানার পরও এইরকম নির্যাতনের শিকার।
শিক্ষার্থী মুনতাকির চোখের সমস্যা ও শারীরিক সমস্যা থাকার কথা স্কুলে আগেই জানানো হয় তার বাবার দাবী আগেও এরকম কয়েকবার নির্যাতন করছে এ নিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলার জন্য ফোন করলে তিনি কথা বলতে অসম্মতি জানিয়ে কল কেটে দেয় তার বাবা জানান এমন কোমলমতি শিশুদের উপর নির্যাতনের বিচার চান তিনি।
স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনেন মুনতাকিরের পরিবার জানা গেছে স্কুলের প্রধান শিক্ষক রাসেদ স্যার ও শ্রেণী শিক্ষক মানফ স্যার দুজনের নামে অভিযোগ করেন তিনি। শিক্ষার্থী মুনতাকিরের কাছে জানতে চাইলে কোন অপরাধে এমন মারধর তখন সে জানাই রিডিং করার সময় আঙ্গুল সরে গিয়েছে তাই এমন নির্যাতন।