কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও বোয়ালখালী উপজেলা প্রশাসন - উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে প্রান্তিক জনগনের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা)য় অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ পরিচালক ডাঃ নাদিম, ডাঃ বিথী মজুমদার।এতে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ,, উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া , উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে রিদুয়ানুল করিম, এ সেমিনারে কমিউনিটি ক্লিনিকে ভূমি দাতা আলহাজ্ব জাকের হোসেন, রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।