আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বারমারী বিডি (০৪২২) এর উদ্যোগে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগীতায় প্রকল্পের ২৮৩জন শিশুদের মাঝে বিনামুল্যে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।কম্প্যাশনে মিলনায়তনে এ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ সমাগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বারমারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দাস, এনসিসি চেয়ারম্যান কম্প কুমার ম্রং, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা প্রমুখ।
বিতরণকৃত সামগ্রীর মাঝে, খাতা, কলম, ইংরেজী গ্রামার বই, লন্ড্রী সাবান, লাইফবয় সাবান, হুইল পাউডার, মশারী এবং ছোট শিশুদের জন্য ৮পিছ ডিম, ৫০০গ্রাম হরলিকস, ২৫০ ফ্রেশদুধ রয়েছে।
প্রকল্প ব্যবস্থাপক এলসিন ঘাগ্রা বলেন, আমাদের কম্প্যাশনে ২৮০ জন স্পনছর শিক্ষার্থী রয়েছে। স্পনছর শিশুদের জীবনমান উন্নয়নে জন্য কাজ করে থাকি। ইতোমধ্যে পড়াশোনায় দুর্বল শিশুদের কোচিং, চলমান বর্ষায় স্বাচ্ছন্দের স্কুলে আসার জন্য জুতা, ছাতা, ব্যাগ সহ শিক্ষা উপকরণ, হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের বিনোদন ক্লাশ, বিষয় ভিত্তিক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা নিয়ে প্রতিবছরই সেমিনার করা হয়ে থাকে। শিক্ষার্থীদের একধাপ এগিয়ে নিয়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।