

সংস্কৃতি একটি জাতির অস্তিত্ব বহন করে। যে জাতির সংস্কৃতি নেই,স জাতির অস্তিত্বও নেই। প্রতিটি জাতির ভিন্ন ভিন্ন শিল্প সংস্কৃতি রয়েছে। বাংলাদেশের
প্রতিটি অঞ্চলের সংস্কৃতি এক নয়।

একই দেশে অঞ্চলভেদে শিল্প -সংস্কৃতি একেক রকমের। চট্টগ্রাম পাহাড় -নদী ও সমতলের জনপদ। এজনপদের শিল্প সত্তার অস্তিত্ব অনেক গভীরে।

অনেক গুণী শিল্পী এমাটিতে জন্মেছেন।তাদেরই একজন ওস্তাদ মোহন লাল দাশ। ওস্তাদের যোগ্য
উত্তরসূরী ওস্তাদ স্বপন কুমার দাশ। তারই ধারাবাহিক উত্তরসূরী অভিষেক দাশ। সংগিতাঙ্গের সড়কে

তিন প্রজন্মের ধারাবাহিকতা চট্টগ্রামে এক অনন্যতার মাত্রা যুক্ত করেছে। আপাদমস্তক সংগীতের ধারক এপরিবারের জুরি মেলা ভার।

চট্টগ্রামের সংগীত ভূবণের দিশারি ওস্তাদ স্বপন কুমার দাশ এর ৬৫ তম জন্ম উৎসব ২৫ সেপ্টেম্বর
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্ত, সুধী,সজ্জনরা
পালন করেছে।

২৫শে সেপ্টেম্বর চট্টগ্রামে স্বনামধন্য প্রতিষ্ঠান সরগম একাডেমী আয়োজনে ও ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের সহযোগিতায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর গ্যালারি হলে বরেণ্য কবি ও সঙ্গীতজ্ঞ ওস্তাদ স্বপন কুমার দাশের ৬৫তম জন্ম উৎসব আড়ম্বরপূর্ণ পরিবেশে পালিত হয়।

ওস্তাদ স্বপন কুমার দাশ এর জন্ম উৎসব ও সরগম একাডেমী,র ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে একাডেমীর সভাপতি কিরন শর্মা,র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল আলম নিজামি (সাবেক অতিরিক্ত সচিব),

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহফুজুল হক,পরিচালক বাংলাদেশ বেতার চট্টগ্রাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন কৈলাস বিহারী সেন, সভাপতি বাগেশ্বরী সংগীতালয় চট্টগ্রাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মরমী ও লোক শিল্পী আব্দুর রহিম, খ্যাতনামা গীতিকার সূরজিৎ রাহা দাসু, বিশিষ্ট সংগঠক ও সংস্কৃতি সেবি মোঃ মহসিন, সাংবাদিক রুপম ভট্টাচার্য্য প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন ববিতা ইসলাম।এ ছাড়াও এতে কন্ঠ শিল্পী হিসাবে মরমী শিল্পী শিমুল শীল, পাপিয়া আহমেদ( প্রযোজক বাংলাদেশবেতার চট্টগ্রাম),শ্রীমা দেওয়ানজী,ইকবাল পিন্টু,দিদারুল ইসলাম,আব্দুল হালিম,

জুয়েল দীপ,কাকলি দাশ গুপ্তা,অভিষেক দাশ, তৌহিদুল ইসলাম (আনন্দ), অবন্তি রক্ষিত, মিস্টি রপা, মেঘলা, নুপুর দাশ,জিল্লাল হাসান, অদিতি রক্ষিত,পম্পি , বিজয় দাশ,এস,বি সুমি, আবৃত্তিকার এটিএম সাইফুর প্রমুখ।

এ ছাড়াও ত্রি তরঙ্গ,মুক্তধ্বনি,স্বদেশ ,প্রমা উচ্চারকসহ অনেক আবৃত্তি সংগঠনের বাচিক শিল্পীরা এ খ্যাতিমান সংগীত ব্যাক্তিত্বের জন্ম জয়ন্তীতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিল্পী রুবেল চৌধুরীর কন্ঠে ও ওস্তাদ স্বপন কুমার দাশ এর সুরে ঋষি অধৈতানন্দ জির একটি গানের মোড়ক উন্নোচন করা হয়।সব শেষে জন্মানুষ্টানের কেক কাটার মাধ্যমেই অনুষ্ঠান সমাপ্তি হয়।