
কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধূরুংয়ের ৬নং ওয়ার্ডের তোফায়েল আহমেদ সিকদার সড়কটি দীর্ঘ বছর ধরে উন্নয়নের ছোয়া লাগেনি। রাস্তাটি কুতুব শরীফ দরবার সংলগ্ন পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধূরুং কাঁচা এলাকা ১৮/২০ চেইন পর্যন্ত চলাচলের গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে শিক্ষার্থী, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন পথচারীদের চলাচলের অতি প্রয়োজনীয়। দীর্ঘ সময় ধরে অবহেলিত থাকায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীসহ পথচারীদের অতি কষ্টে চলাফেরা করতে হয়েছে। শুক্ন মৌসুমেও গাড়ি চলাচলের উপযোগী ছিলনা। বিষয়টি স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ এর দৃষ্টি গোচর হলে তিনি সরকারিভাবে উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করলে সড়কটি উন্নয়নের জন্য অনুমোদন পায়।

এক স্কুল পড়ুয়া ছাত্র জানান, আমি এবং আমার সহপাঠীরা এই সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। বর্ষা মৌসুমে আমাদের চলাচল করতে অতি কষ্ট হয়। রাস্তাটি সংস্কার হবে শুনে খুবই খুশি লাগছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন উদ্দিন আল আজাদ সড়কটি পরিদর্শন করেন এসময় সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আলহাজ্ব তোফায়েল আহমেদ সিকদারের পুত্র জিয়াউল হক জিয়া, হিলফুল ফুজুল কুতুবদিয়া সংগঠনের সভাপতি শেখ আখতারুল হক আল কুতুবী, বাদশাহ সহ বিভিন্ন জনসাধারণ উপস্থিত ছিলেন। স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, কুতুবদিয়া উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যার নামে নাম করণ করে নির্মাণ করে ছিলাম আলহাজ্ব তোফায়েল আহমেদ সিকদার সড়ক।

করেছি ইনভেন্টরি কোড ভোক্ত।আজ এক কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যায়ে কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের লেওয়াড বা সূচনালগ্নে।এই সড়কটি প্রায় ১৫/১৮ ফিট প্রসস্থ করে মাঠি দ্বারা উন্নয়ন করার সময় অনেকে জমি, মাঠি এমন কি অনেকে গাছ কাটতে হয়েছে আরসিসি গেইট ভেঙ্গে জায়গা ছাড়তে হয়েছে সকলের প্রতি আমি কৃতজ্ঞ। যার কথা না বললে নয় নীরবে যিনি কুতুবদিয়া উপজেলার উন্নয়ন করে যাচ্ছেন প্রকৌশলী আলহাজ্ব মনজুর সাদেক প্রকল্প পরিচালক আমার গ্রাম আমার শহর প্রকল্প। তার কাছে আমরা কৃতজ্ঞ, তার উত্তর উত্তর সাফলতা কামনা করি।