বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইলিয়াছ কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়ের এর তথ্য অনুযায়ী বিষয়টি নিশ্চিত করেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।
তিনি জানান, এ বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চন কথা বলায় সমস্যা ও স্মৃতিভ্রংশে ভুগছিলেন। পরে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার মাথায় টিউমার ধরা পড়ে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের বিশেষজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচারকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করলে তাকে লন্ডনে নেওয়া হয়। লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট ২০২৫ উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। এ চিকিৎসা ৬ সপ্তাহ চলবে এবং পরে আরো অন্তত ৪ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।
তিনি আরও জানান, ইলিয়াছ কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় তার বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করে দেশবাসীর কাছে জানিয়েছেন, আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত। লন্ডনে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারটির অবস্থান জটিল হওয়ায় সম্পূর্ণ অপারেশন সম্ভব নয়। আংশিক অস্ত্রোপচারের পর রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।