
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ নদের বিজয় দশমীর প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিন চালিত নৌকা ডুবে যটনায় দুই শিশু নিখোঁজ ঘটনার এক জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ।এ ঘটনায় তনময় মনিদাস এখনো নিখোজ রয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
শুক্রবার (৩অক্টোবর) সকাল দশ টা দিকে চাপাইর ব্রিজের পশ্চিম পাশে থেকে স্বপন সরকারের কন্যা অঙ্কিতা বিশ্বাস লাশ উদ্ধার করেন।তনময় মনিদাস এখনো নিখোজ রয়েছে।নিখোঁজ শিশুরা হলো হিজলতলী এলাকার এলাকার তাপস দাশের পুত্র তন্ময় মনি দাশ
সূত্র জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকা করে তুরাগ নদীতে প্রতিমা বির্সজন দিতে আসেন তনময় পরিবার ও আত্বীয় স্বজনারা। এসময় পাশের আরেকটি নৌকা ধাক্কা দিলে ঘটনাস্থলেই নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা অন্যান্যরা নদীর তীরে উঠে আসলেও নিখোজ হয় দুই শিশু। এদিকে নিখোজের দুই শিশুর মধ্যে অংকিতার মরদেহ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো তনময় নামে এক শিশু নিখোজ রয়েছে। তাকে উদ্ধারে এখনোও ফায়ার সার্ভিসের কাজ চলমান রয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, সকাল থেকেই উদ্ধার কাজ শুরু হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোজ অপরশিশুর মরদেহ উদ্ধারে কাজ চলমান রয়েছে। ডুবন্ত নৌকাটি ইতিমধ্যে সনাক্ত করা গেছে।