
জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার চট্টগ্রামের বিভিন্ন স্থানে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) দলীয় নেতৃবৃন্দ গণসংযোগ ও লিফলেট বিতরণ করে।অন্যান্য দাবির মধ্যে ছিল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করা, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ, জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয়।
জাগপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মোঃ আনাছের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা সভাপতি তানিয়া আক্তার রুপা, চট্টগ্রাম মহানগর জাগপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল সহ প্রমুখ নেতৃবৃন্দ।