
কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার সড়কে ব্রীজ সংলগ্ন এলাকায় খালে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ পরিবেশ রক্ষায় অবৈধ জাল অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। রবিবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়নের পিলটকাটা খালে অভিযানে মাছ ধরার ঘেরা উচ্ছেদ করা হয়।
অভিযানে ওই ইউনিয়নের উত্তর কৈয়ারবিল রোডপাড়ার মৃত ওহিদুজ্জামানের পুত্র মো. সৈয়দুল করিম (৪৫) কে ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় বাঁশ, পলিথিন, বাঁশের ঘেরা-বেড়া জব্দ করে স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রকাশ্যে নিলাম দেন। কিন্তু, ওই নিলামে কেউ অংশ গ্রহণ করেনি। পরে, স্থানীয় মসজিদের উন্নয়ন কাজের জন্য দেয়া হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা এবং সহযোগীতায় ছিলেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেনসহ পুলিশের একটি দল।
উল্লেখ্য, স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সৈয়দুল করিমকে বার বার সর্তকতা করার পরও সে আইন অমান্য করে পিলটকাটা খালে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি ও দখলে নেন বলে জানায়।