
সারাদেশের ন্যায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৪ তম গ্রেডে আপগ্রেডেশন সহ ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলমান রয়েছে।
উপজেলা এসোসিয়েশনের সভাপতি বলেন,১৯৯৮ সালে কর্মসূচী চলাকালিন সময়ে অধিদপ্তরের আশ্বাসে কর্মসূচী স্থগিত করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী মেনে নিয়ে কোন প্রকার দাবী বাস্তবায়ন করা হয়নি। সেই দাবী এখনো পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় ২০১৮ সাল থেকে ২০২০
সাল, শেষ পর্যন্ত ২০২৫ সালে আমরা এই ৬ দফা দাবীতে অনিদৃষ্ট কালের জন্য কর্ম বিরতি পালন করছি।
সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, আমাদের ছয় দফা দাবি গুলো হলো,১.নিয়োগবিধি সংশোধন
২.শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোগ
৩.১৪ তম গ্রেড প্রদান ৪.ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ ৫.টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ৬.পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। কর্মবিরতিতে রাণীশংকৈল উপজেলা বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি তৈয়ব আলী এ প্রতিধিকে বলেন, এই ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মতবেক আমাদের কর্ম বিরতি অব্যাহত থাকবে।