
আমি কন্যাশিশু স্বপ্নগড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
বুধবার ৮ অক্টোবর সকালে দিবসটি উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত।
মহিলা বিষয়ক অফিস সহকারী গোলাম রব্বানী'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী,বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, জিওপি'র মামুনুর রশিদ, সোহরাব হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা দলের যুগ্নসম্পাদক আনার কলি,তথ্য কর্মকর্তা হালেমা খাতুন, ওয়ার্ল্ডভিশন প্রতিনিধি বিলকিস বেগম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।
এ সময় বক্তারা কন্যা শিশুদের অধিকার, নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবার- সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানান।