
কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন -কে এক প্রাণবন্ত সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় রিকশা চালক সমবায় সমিতি সমিতি। শনিবার বড়ঘোপের লামার বাজার প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিকশা চালক সমিতির সভাপতি মোহাম্মদ রমিজ, প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন। এছাড়া উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনী, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম হাসান কুতুবী, কুতুবদিয়া রিকশা চালক সমবায় সমিতির উপদেষ্টা হাছান শরীফ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন সবসময়ই সাধারণ মানুষের পাশে থেকেছেন। তার নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ছোটন বলেন, “এই সংবর্ধনা আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যাশা পূরণ করতে এবং ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করতে।”
অনুষ্ঠান শেষে রিকশা চালক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় নবনির্বাচিত চেয়ারম্যানের হাতে।