
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
১৩ অক্টোবর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও'র প্রতিনিধি প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, জামায়াতে ইসলামী নাইবে আমির মিজানুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামী সেক্রেটারি রজব আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মামুনর রশিদ মামুন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোনায়েম হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন পি,আই,ও আব্দুল মাবুদ ও ছাত্রনেতা তারেকসহ আরো অনেকে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্যোগ মোকাবেলায় এক মহরা প্রদর্শন করেন।