
চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন পরিষদে দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে সদ্য বিদায়ী সচিব মো. মনছুরুল আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পরে রাতে সচিব মনছুরুল আলম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।জিডিতে তিনি উল্লেখ করেন, নতুন সচিব আবদুল মালেককে দায়িত্ব বুঝিয়ে দিতে গেলে স্থানীয় মো. নাছির উদ্দীন ও সেকান্দরসহ কয়েকজন উত্তেজিত ব্যক্তি তাকে অর্তকিতভাবে আক্রমণ করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
ঘটনার আগে থেকেই সম্ভাব্য উত্তেজনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছিলেন বলে জানান মনছুরুল আলম। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদে স্থানান্তর করে।স্থানীয় সূত্রে জানা যায়, বড়লিয়া ইউনিয়নে দায়িত্ব পালনকালে সচিব মনছুরুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। সম্প্রতি তাকে অন্যত্র বদলি করা হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনা তদন্ত চলছে। জিডিতে যাদের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।