
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নাছিমা আক্তার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের বিশেষ দল। র্যাব জানান অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত নারীকে কালিয়াকৈর থানা হস্তান্তর করা হয়। বুধবার সকালে গ্রেফতারকৃত নারীকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
আটককৃত ওই ব্যক্তি হলেন চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট গ্রামের পিতা মৃত আলী আহমেদ মেয়ে ও মোঃ ফারুক হোসেন স্ত্রী। সে দীর্ঘদিন উত্তরমৌচাক এলাকার ইয়াসিনের বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা করছে বলে র্যাব জানান। পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদ ভিত্তিতে র্যাব১এর একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন র্যাবে হাতে গ্রেফতার হওয়া ওই নারীকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।